Main Menu

টাটা মুম্বাই ও মেরিন ড্রাইভ আলট্রা ম্যারাথনে সিলেটের দৌড়বিদরা

স্পোর্টস ডেস্ক: আগামী ২১ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত টাটা মুম্বাই ম্যারাথন-২০২৪ এর সারা বিশ্বের প্রায় ৫০ হাজার রানার অংশ গ্রহণ করবেন। তার মধ্যে সিলেট থেকে ৪ জন রানার অংশ গ্রহণ করবেন।

অংশগ্রহণকারীরা হচ্ছেন-বিশ্বজিত কুমার দাস, শাহ আলম, সাইফুল্লাহ সুজন ও হিফজুর রহমান। আগামী ২১ জানুয়ারি টাটা মুম্বাই ম্যারাথনে অংশ গ্রহণ করতে ১৯ জানুয়ারি দেশ ত্যাগ করবেন তারা।

এদিকে, দেশে ক্রীড়া-পর্যটনকে জনপ্রিয় করার পাশাপাশি মানুষকে পরিবেশবান্ধব ভ্রমণে আগ্রহী করার লক্ষ্যে আলট্রা-ম্যারাথনের আয়োজন করেছে ‘ট্রাভেলার্স অব বাংলাদেশ’। কক্সবাজারের মেরিন ড্রাইভে অনুষ্ঠেয় এই আয়োজনের নাম ‘মেরিন ড্রাইভ আলট্রা’। তৃতীয় পর্বের আসর বসছে আগামী ১৯-২০ জানুয়ারি।

এই আয়োজনে সিলেট থেকে ১৬৪ কিলোমিটারে নাজিম আহমেদ, ১০০ কিলোমিটারে আব্দুল বারি, হাসান দোজা, সাদিকুর রহমান সাবিক, নাজমুল হোসেন, কাজী রুবেল আহমদ, কামরুল ইসলাম, সারওয়ার আহমদ, এবাদ উল্লাহ, ৫০ কিলোমিটারে লায়েক আহমদ, মনসুর আহমেদ, বেলায়েত হোসেন, ফখরুল ইসলাম, আকরাম হোসেন, শামিম আহমদ, আবুল কালাম আজাদ, অপু চন্দ্র দে, দিলোওয়ার হোসেন সাদি, আমিনুল ইসলাম মাসুক, জিয়া উদ্দিন, গোলাম মুস্তফা, খুর্শেদ, মামুনুর রশিদ, সিদ্দিকুর রহমান সহ সিলেট বিভাগের প্রায় অনেক রানার অংশগ্রহণ করবেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed