Main Menu

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: প্রার্থীদের দাবির মুখে অবশেষে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) অনিবার্য কারণবশত স্থগিত করেছে কমিশন। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরু হওয়ার সূচি প্রকাশ করেছিল পিএসসি। তবে বিরোধী দলগুলোর চলমান হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীরা।

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত পরীক্ষা স্থগিতের আবেদনপত্র জমা দেন তারা। আবেদনপত্রে তারা দেশের চলমান পরিস্থিতির কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে ‘পিএসসির সঙ্গে আলোচনা সাপেক্ষে’ স্বাভাবিক পরিস্থিতিতে পরীক্ষার আয়োজনের ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান। ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১২ হাজার ৭৮৯জন উত্তীর্ণ হয়েছিলেন। এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন নেয়া হবে।

Share





Related News

Comments are Closed