Main Menu

অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ শমসের আলীর ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শিবগঞ্জ লাকড়িপাড়া রংধনু আবাসিক এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, সরকারের আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব এবং শিবগঞ্জ বাজারের আকবরী জামে মসজিদের মোতাওয়াল্লী মোঃ শমসের আলী (সুজা) ১৯ নভেম্বর রাত পৌনে নয়টার দিকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যুকালে তিনি সহধর্মিনী, যুক্তরাষ্ট্রে প্রবাসী ২ বোন সহ আত্নীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ শমসের আলীর পিতা ছিলেন ৫নং টুলটিকর ইউনিয়নের সাবেব ৫ বারের ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আজহর আলী টেপু মিয়া। শমসের আলী ছিলেন সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর ভাগনা।

মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ জোহর শিবগঞ্জ সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে দরগাহ-ই- হযরত শাহজালাল রহ. গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

Share





Related News

Comments are Closed