Main Menu

হরতালের শেষ দিনে সিলেটে জামায়াতের পিকেটিং ও মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, টানা ৪৮ ঘন্টার হরতাল সফলের মাধ্যমে জাতি বাকশালী সরকারের দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। জনমতের প্রতি দলদাস নির্বাচন কমিশনের ন্যুনতম শ্রদ্ধাবোধ থাকলে কথিত তফসিল বাতিল করবে। নিরপক্ষে কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এবং সকল রাজবন্দীদের মুক্তি ছাড়া দেশে কোন পাতানো নির্বাচন জাতি মেনে নিবেনা। অবিলম্বে এই তফসিল বাতিল করতে হবে। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সোমবার জামায়াত আহুত টানা ৪৮ ঘন্টার হরতালের ২য় দিনে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে দিনভর নগরীর বিভিন্ন স্থানে পিকেটিং ও মিছিল বের করা হয়। পৃথক মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। সিলেট নগরীর সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনভর সিলেট মহানগরীর সকল সাংগঠনিক থানা জামায়াতের উদ্যোগে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ- টানা ৪৮ ঘন্টার হরতালের ২য় দিন সোমবার ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে যানবাহন চলাচল, দোকানপাঠ ও অফিস বন্ধ রেখে সর্বাত্মক হরতাল পালন করে সরকারের প্রহসনে নির্বাচনের প্রতি ঘৃণা প্রকাশ করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। গায়েবী মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্রমূলক মামলায় আটক সকল নেতাকর্মীসহ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

 

Share





Related News

Comments are Closed