Main Menu

কমলগঞ্জে হরতালের সমর্থনে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জে ঝটিকা মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় কমলগঞ্জ-আদমপুর সড়কের নইনারপার বাজারে এ ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে যুবদল-ছাত্রদল। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নইনারপার বাজার এলাকায় অবস্থান নেয় ও কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। এ সময় হরতাল সমর্থকেরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

আদমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ ওয়াসিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীর আহমেদ, রহমত মিয়া, সাদ উদ্দীন, সদস্য আঃ রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুন্না প্রমুখ।

Share





Related News

Comments are Closed