মানবজাতির সংকট ও পরিত্রাণের জন্য হেযবুত তওহীদের লিফলেট বিতরণ
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশসহ সমগ্র মানবজাতির সংকট ও পরিত্রাণের পথ জানানোর জন্য সর্ব সাধারণের হাতে লিফলেট বিতরণ করেছে হেযবুত তওহীদ।
শনিবার(১৪ অক্টোবর) সকাল ১১টা হতে দুপুর পর্যন্ত নীলফামারীর ডোমার উপজেলা শহরে লিফলেট বিতরণ করেন হেযবুত তওহীদের জেলা ও উপজেলার নেতা কর্মী বৃন্দ।
লিফলেট বিতরণে হেযবুত তওহীদ জেলা সভাপতি নুর আলম সরকার, সাধারন সম্পাদক ওয়াসিম আলম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ডোমার উপজেলা সভাপতি মোছা. জাকিয়া বেগম প্রমূখ এর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এসময় নীলফামারী জেলার প্রতিটি উপজেলার অর্ধ শতাধিক নেতা-কর্মী লিফলেট বিতরণে অংশ নেয়।
লিফলেট সারমর্মে দেখা যায়,মাবনজাতির মুক্তির একমাত্র পথ,আল্লাহর রসুল (সা.) কেমন সমাজ নির্মাণ করেছিলেন, মুসলমানদের পতনের ইতিহাস, ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গণে সংঘাতের কারণ এবং হেযবুত তওহীদের আহবান উল্লেখ করা হয়েছে।
হেযবুত তওহীদের আহবান,তওহীদ ভিত্তিক সত্যদীন, জীবন ব্যবস্থা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের আল্লাহ একজন, রসুল একজন, ঐশী কেতাব একটি, এক কেবলা, সুতরাং আমাদের জাতিও হবে একটি, নেতা হবে একজন।
Related News
পঞ্চগড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী এনজিওকর্মী নিহত
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে এক যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকেRead More
পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ক্যান্টনমেন্টের অধীন, সৈয়দপুর ক্যান্টনমেন্টের ৬৬Read More
Comments are Closed