Main Menu

ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা বন্ধের বিষয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৪ অক্টোবর শনিবার বেলা ১১টায় সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেটের ৩য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম ইউনিয়া ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলা হয় ওম শান্তি ওম শান্তি, গণতন্ত্র ও মানবাধিকারের জিকির তোলে মার্কিন সামাজ্যবাদীরা শান্তিময় বিশ্বকে গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণাম সবাইকে ভোগ করতে হবে। ইসরায়েলি এই বর্বরতা থেকে হাসপাতাল, গণমাধ্যম, মসজিদ, গীর্জা কিছুই রেহাই পাচ্ছে না। মাসুম শিশু, বয়স্ক নর-নারীদের অসহায়ত্বের চিত্রগুলো সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমে যে ভাবে ফুটে উঠছে তা শান্তি প্রিয় বিশ্ববাসীকে খুব ব্যাথিত করছে। তবে ইসলামের একটি মর্মবাণী হচ্ছে- “আক্রান্ত না হলে কাউকে আক্রমণ করা যাবে না।” আগে বাড়ে কোন হামলা ইসলাম সমর্থন করে না। নেতৃবৃন্দ আরব বিশ্বের এই মহাসংকট সমাধানে সৌদি আরব ও ইরানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য জোর দাবী জানান।

সভায় আগামী ১৮ অক্টোবর বেলা ২টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়ালী ফলিক, সরোজ ভাট্টাচার্য্য, রফিকুল ইসলাম শিতাব, সাংবাদিক শহীদ আহমদ খান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed