সিলেটে ১৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান (রহ.) থানাধীন খাদিমনগর রুস্তমপুর আবাসিক এলাকা থেকে জালিজ মাহমুদ সিয়াম (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে তার সন্ধান পাচ্ছেন না স্বজনরা।
এ বিষয়ে শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়রি করেছেন নিখোঁজের মামা মো. সোহাগ হাওলাদার।
জানা গেছে, নিখোঁজ সিয়াম পীরেরবাজার এলাকার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সে বরিশাল জেলার উজিরপুর থানার গাজীরপাড় গ্রামের ফরিদুল ইসলাম ও সুলতানা বেগম দম্পতির বড় ছেলে। বর্তমানে মামা সোহাগ হাওলাদারের সঙ্গে রুস্তমপুর আবাসিক এলাকার নিয়াজ মিয়ার বাসায় বসবাস করছিল সিয়াম। মা-বাবা থাকেন গ্রামের বাড়িতে।
ডায়রি সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে খাদিমনগরের রুস্তমপুর আবাসিক এলাকার নিয়াজ মিয়ার বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয় নিয়াজ মাহমুদ সিয়াম। রাত ১১টা পর্যন্ত বাসায় না ফেরায় আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেন। কোথাও তার খোঁজ না পেয়ে পরদিন ২০ সেপ্টেম্বর সাধারণ ডায়রি করেন মামা মো. সোহাগ হাওলাদার (৩৫)।
সোহাগ হাওলাদাদের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার ডাকুয়ারহাট বড়কোঠা গ্রামে। তিনি জানান, ব্যবসা সূত্রে তিনি সিলেটে থাকেন। কিছুদিন আগে পড়াশুনা করবে বলে এখানে আসে সিয়াম। ১৯ সেপ্টেম্বর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে ভাগনাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন। গত ১৫ দিন ধরে হন্যে হয়ে খুঁজছেন পরিবারের সবাই। এখনও তার সন্ধান মিলেনি।
নিখোঁজের সময় তার পরনে ছিল নেভি-ব্লু টি-শার্ট ও বাদামি রঙের টাউজার। তার গায়ের উজ্জল শ্যামলা। হালকা-পাতলা গড়নের সিয়ামের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। সে শুদ্ধ আঞ্চলিক ভাষায় কথা বলে।
কেউ সিয়ামের সন্ধান পেলে ০১৭৩২৪২১১১৭ এই নম্বরে দ্রুত যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মামা সোহাগ হাওলাদার।
Related News

সিকৃবি চলচ্চিত্র সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ৫ম কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ ঘোষনা করা হয়েছে। এRead More

আওয়ামী লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে: পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবেRead More
Comments are Closed