Main Menu

কবিরাজ সেজে ৩জনকে হত্যা করে সাগর-ইশিতা

বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে হত্যার রহস্য উদঘাটন করেছে র‌্যাব। এ ঘটনায় সাগর ও ইশিতা নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব বলছে, তারা কবিরাজ সেজে বাড়িতে ঢুকে সবাইকে অচেতন করার পর লুট করতে গিয়ে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা পান। এতেই ক্ষিপ্ত হয়ে তিনজনকে হত্যা করেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাব জানায়, এর আগে ২০২০ সালে টাঙ্গাইলের মধুপুরে একই কৌশলে একই পরিবারের চারজনকে খুন করা হয়। ওই ঘটনায়ও সাগর আলী জড়িত ছিলেন। ওই ঘটনায় সাড়ে তিন বছর কারাগারে থাকার পর চলতি বছরের জুনে জামিনে মুক্তি পান তিনি। এর চার মাসের মাথায় ফের একই পরিবারের তিনজনকে খুনের ঘটনা ঘটালেন সাগর।

খন্দকার আল মঈন বলেন, গত ২৮ সেপ্টেম্বর বাবুল হোসেন নামে এক ব্যক্তি সাভারের বারইপাড়া এলাকায় একটি ভেষজ ওষুধের দোকানে গিয়ে শারীরিক সমস্যা নিয়ে কথা বলেন। এ সময় সাগর আলী পাশের একটি দোকানে চা খাচ্ছিলেন। তিনি কবিরাজের সঙ্গে বাবুলের কথোপকথন শুনে জানতে পারেন, চিকিৎসায় ১৫-২০ হাজার টাকা খরচ করেও কোনো ফল পাননি বাবুল। পরে কৌশলে বাবুলকে ডেকে নিয়ে কথা বলেন সাগর।

তিনি জানান, তার স্ত্রী ইশিতা বেগমও একজন ভালো কবিরাজ। একপর্যায়ে চিকিৎসার জন্য বাবুলের সঙ্গে সাগর ৯০ হাজার টাকার চুক্তি করেন। ওই দিন রাতেই স্ত্রীকে নিয়ে বাবুলের বাসায় যান সাগর। কিন্তু সেখানে গিয়ে তারা সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। এরপর সবার হাত-পা বেঁধে লুটপাট শুরু করেন। কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা খুঁজে পান তারা। এতে ক্ষিপ্ত হয়ে তিনজনকে বটি দিয়ে কুপিয়ে খুন করেন এই দম্পতি।

এরপর গত ৩০ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে বাবুল হোসেন (৫০), শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয়ের (১২) অর্ধগলিত গলাকাটা লাশ উদ্ধার করা হয়। বাবুল ও শাহিদা পোশাক কারখানায় চাকরি করতেন।

পরে সোমবার (২ অক্টোবর) রাতে গাজীপুরের শফিপুর এলাকা থেকে সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগমকে গ্রেপ্তার করা হয়।

 

Share





Related News

Comments are Closed