গোলাপগঞ্জ থানার ওসিকে প্রত্যহারের দাবিতে সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ থানার ওসিকে প্রতাহারের দাবিতে সিলেট-জকিগঞ্জ সড়ক ৫ঘন্টা অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। পরে ওসিকে প্রত্যাহারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তারা।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে অবরোধ শুরু করেন শ্রমিকরা। তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি আটকে রাখেন।পরে বিকেল ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।
এ ব্যাপারে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম জানান, শ্রমিকদের বিষয়টি নিয়ে আমরা গোলাপগঞ্জ মডেল থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ চন্দ্র দাশের সাথে বৈঠক করেছি। তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টি সমাধান করে দিবেন। এ জন্য আমরা আবার শ্রমিকদের সাথে বসে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাস্তার অবরোধ তুলে নিয়েছি। সেই সাথে আমি গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের প্রত্যাহার দাবি করছি।
গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ কমিটির সাধারণ সম্পাদক লিলু মিয়া জানান, গত ২৫ সেপ্টেম্বর হেতিমগঞ্জে বাঘার ইউনিয়নের তুরুগবাঘ গ্রামের বাছন আহমদ নামের এক ব্যক্তিকে আমাদের একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সোমবার (২ অক্টোবর) আহত বাসন আহমদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি বলেন, ওই ব্যক্তির পরিবারের সাথে শ্রমিকদের সমঝোতা হলে নিহত ব্যক্তির পরিবার মামলা করবে না বলে জানায়। পরিবারের সদস্যরা নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করে।
এজন্য গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের স্বাক্ষরের প্রয়োজন হয়। কিন্তু নানা অজুহাতে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। সোমবার ওসি জানান তিনি স্বাক্ষর দিতে পারবেন না। এর প্রতিবাদে আমরা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছিলাম।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সিলেট কোতোয়ালি থানা থেকে আমাকে বাছন আহমদের ঘটনায় কোন মামলা বা কোন জিডি আছে কি না জানতে একটি মেইল পাঠিয়েছিল। আমি মেইল পেয়ে গোলাপগঞ্জ মডেল থানায় কোন মামলা হয়নি বা কোন জিডি হয়নি মর্মে মেইল প্রেরণ করি। তারপরও শ্রমিকরা একটি লিখিত নিতে চেয়েছিল। আমি নিহতের পরিবারের কেউ আসার অপেক্ষায় ছিলাম, তারা আসলে একটি লিখিত দিতাম। কিন্তু এর আগেই ভুল ঝাবুঝির জন্য শ্রমিকরা সড়ক অবরোধ করে। বিষয়টি সমাধান হয়েছে বলেও জানান তিনি।
এদিকে প্রায় সাড়ে ৫ ঘন্টা ধরে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধের কারণে দুদিকে শত শত গাড়ি আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
Related News
কোম্পানীগঞ্জ সীমান্তে পাচারকালে ২ হাজার কেজি রসুন জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে বন্ধ হচ্ছে না ভারতে রসুন পাচার। বিজিবি ওRead More
সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপনের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এইRead More
Comments are Closed