‘ভয়েস অফ ইউকে’র যাত্রা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: অনলাইন সংবাদমাধ্যম প্লাটফর্মে ‘নতুন প্রজন্মে উন্মোচিত হোক দুর্বৃত্তের মুখোশ’ স্লোগানে যাত্রা শুরু করেছে ‘ভয়েস অফ ইউকে’। যুক্তরাজ্য থেকে পরিচালিত হবে ‘ভয়েস অফ ইউকে’ নিউজ পোর্টাল ও ইউটিউব চ্যানেল।
৩১ জুলাই যুক্তরাজ্যে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে এর উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
সোমবার (৩১ জুলাই) স্থানীয় সময় বিকাল ৩টার দিকে যুক্তরাজ্যের নর্থ লন্ডনের একটি অভিজাত রেঁস্তোরায় ‘ভয়েস অফ ইউকে’ যাত্রা শুরুর অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
‘ভয়েস অফ ইউকে’ পরিচালিত হবে একটি মাল্টিমিডিয়া গ্রুপের মাধ্যমে। গ্রুপটির চেয়ারম্যান ফয়েজ আহমদ, সম্পাদক নুরুল হক শিপু ও ম্যানেজিং ডিরেক্টর জামিল আহমদ।
‘ভয়েস অফ ইউকে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন- ‘নুরুল হক শিপু আমার প্রিয় সিলেটের এক প্রতিশ্রুতিশীল তরুণ সাংবাদিক। সুদূর বিলেতে পাড়ি দিয়েও তার সাংবাদিকতার নেশা কাটেনি। শত ব্যস্ততার মাঝেও ‘ভয়েস অফ ইউকে’র সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে নিয়েছে, আশা করি এই অনলাইন সংবাদমাধ্যম পাঠকের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে।’
তিনি আরও বলেন- ‘সাংবাদিকতা একটি মহত পেশা ও নেশা। এর মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা হয় এবং দূর হয়। ‘ভয়েস অফ ইউকে’ সমাজের প্রকৃত দর্পন হবে এটাই আমাদের প্রত্যাশা।’
‘ভয়েস অফ ইউকে’ যাত্রা শুরুর অনুষ্ঠানের স্থানীয় বাঙালি কমিউনিটি, রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News

ফটো সাংবাদিকতায় ৫০-এ আতাউর রহমান আতা
রেজওয়ান আহমদ: ফটো সাংবাদিকতায় ৫০-এ আতাউর রহমান আতা। ১৯৭৩ সাল থেকে শুরু করে আজও ক্যামেরাRead More

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির মায়ের মৃত্যু, শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর গর্ভধারীনি মা ও মরহুম ডাক্তারRead More
Comments are Closed