সৌদি আরবে ছুরিকাঘাতে গোলাপগঞ্জের যুবককে খুন
প্রবাস ডেস্ক: সৌদি আরবে ছুরিকাঘাতে রাবেল আহমদ (২৮) নামের সিলেটের গোলাপগঞ্জের এক যুবক খুন হয়েছেন। গত শনিবার (২৯ জুলাই) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
রাবেল আহমদ গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামের ফারুক আহমদের ছেলে।
এ ঘটনার পর তাৎক্ষণিক সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। তাৎক্ষণিক ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাবেলের পিতা ফারুক আহমদ।
জানা যায়, গত শনিবার প্রবাসী রাবেল আহমদের সাথে রান্নার কাজ করাকে কেন্দ্র করে তার রুমমেট ওই যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাবেল রুম থেকে বের হয়ে আসে। এরপর রাবেলকে রাস্তায় পেয়ে ওই যুবক উপর্যুপরি ছুরিকাঘাত করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর রোববার (৩০ জুলাই) বাংলাদেশ সময় সকালে তার (রাবেল) মৃত্যু হয়। ঘটনার পর তাৎক্ষণিক সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী ওই যুবককে গ্রেপ্তার করে।
রোববার সকালে রাবেলের খুনের খবর বাড়িতে আসলে তার আত্মীয় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
স্বজনরা রাবেলকে খুনের সাথে জড়িত যুবকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সেই সাথে রাবেলের লাশ যাতে বাড়িতে আনার ব্যবস্থা করা হয় এজন্য বাংলাদেশ সরকার সহ সকলের সাহায্য কামনা করেন তারা।
Related News
নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক বহুল পরিচিত মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র নতুন কমিটির অভিষেকRead More
কাতারে সড়ক দুর্ঘটনায় দুই সিলেটি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে সিলেটের দুই প্রবাসী নিহত হয়েছেন। আহতRead More
Comments are Closed