নবীগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে ব্যবসায়ী লোকমান মিয়া (৪০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লোকমান মিয়া রোকনপুর গ্রামের মৃত সরাজ মিয়ার ছেলে এবং স্থানীয় রোকনপুর বাজারের ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে বাড়ির পাশের বুড়িনাও গ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লোকমান মিয়া। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। পথে ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর গ্রামে পৌঁছালে ঝড়ে ইউক্যালিপটাস প্রজাতির একটি বড় গাছ উপড়ে লোকমান মিয়ার মাথায় পড়ে।
স্থানীয়রা আরও জানান, গাছ পড়ে আহত হলে লোকমান মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
বাল্লা স্থলবন্দরের নির্মাণ কাজ শেষ হয়েছে ১৬ মাস, চালু নিয়ে অনিশ্চয়তা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দরের নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় ১৬ মাসRead More
বানিয়াচংয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।Read More
Comments are Closed