Main Menu

সৌদিসহ ১৫ দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব, কাতার, লেবাননসহ বিশ্বের ১৫টি দেশে শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

মুসলিম বিশ্বে অন্যতম আলোচিত বিষয় ছিল শাওয়াল মাসের চাঁদ দেখা। বিশ্বের কোন দেশে কবে চাঁদ দেখা যেতে পারে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছিল বিভিন্ন মহল। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ঈদের চাঁদ মধ্যপ্রাচ্যের আকাশে দেখা গেছে। ফলে এ অঞ্চলের দেশগুলোতে শুক্রবারই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

বৃহস্পতিবার সন্ধ্যায় সবার আগে চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। এরপর একে একে এই তালিকায় যোগ হয় সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ ১৪টি দেশ। এসব দেশে শুক্রবার ঈদ পালিত হচ্ছে।

দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, জর্ডান, মিশর, আলজেরিয়া, সিরিয়া, তিউনিশিয়া ও সুদান।

বিশ্বের যেসব দেশে এখনও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সেসব দেশে আগামীকাল শনিবার ঈদ উযাপিত হবে বলে আশা করা হচ্ছে। তবে সেটি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা না গেলে রোববারও ঈদ হতে পারে।

Share





Related News

Comments are Closed