লন্ডনের টাওয়ার ব্রিজের খ্যাতি ও সুনাম সবার শীর্ষে

শাহ মনসুর আলী নোমান, যুক্তরাজ্য থেকে: বিশ্বে অনেক সুন্দর, নান্দনিক, দর্শনীয়, ব্যতিক্রমী ও বিচিত্র ব্রিজ থাকলেও লন্ডনের টাওয়ার ব্রিজের খ্যাতি ও সুনাম সবার শীর্ষে। যুগ যুগ ধরে বিশ্বের ভ্রমণ প্রিয় লোকজন এই ঐতিহাসিক ব্রিজটি এক নজর দেখার জন্য লন্ডনের টেমস নদীর তীরে ভিড় জমান।
১৮৭৬ সালে ব্রিজটি নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। ৫০ জন স্থপতির দেয়া ব্রিজের ডিজাইনের মধ্যে স্যার হর্স জনের ডিজাইনটি মনোনীত হয়। ১৮৮৬ সালে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় এবং ১৮৯৪ সালে নির্মাণ কাজ শেষ হয়। টাওয়ার ব্রিজ নির্মাণে ব্যয় হয় ১১ লক্ষ ৮৪ হাজার পাউন্ড। রাজা এডওয়ার্ড এবং তার স্ত্রী আলেকজান্দ্রা ১৮৯৪ সালের ৩০শে জুন আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।
টাওয়ার ব্রিজের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি মাঝ বরাবর আলাদা হয়ে উপরের দিকে উঠে যেতে পারে যাতে করে বড় জাহাজ এর নিচ দিয়ে চলাচল করতে পারে। ব্রিটিশ মিউজিয়াম, ওয়েস্ট মিনিস্টার ব্রিজ, লন্ডন আই, লন্ডন ব্রিজ ইত্যাদির মতো টাওয়ার ব্রিজের সৌন্দর্যও প্রতিদিন উপভোগ করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অসংখ্য দর্শনার্থী। যুক্তরাজ্যে যারাই ভ্রমণ করতে আসেন তাদের সবারই প্রথম পছন্দের তালিকায় থাকে টাওয়ার ব্রিজের মনোরম সৌন্দর্য উপভোগ করা।
Related News
১০ হাজার টাকা বাজেটে দেশের বাইরে ঘুরে আসতে পারেন!
পর্যটন ডেস্ক: স্বপ্ন যখন বিদেশ ভ্রমণের, তখন তা পূরণের মূল্যও দুর্গম সীমান্ত অতিক্রমের সমান। আপনRead More

৬ দেশের জন্য ভিসা-ফ্রি সুবিধা দিচ্ছে চীন
বৈশাখী নিউজ ডেস্ক: পরীক্ষামূলকভাবে ভিসা-ফ্রি ভ্রমণ চালু করতে যাচ্ছে চীন। শুরুতে এ সুবিধা পাচ্ছে ছয়টিRead More
Comments are Closed