সিলেটে অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খাদিমপাড়া ও জৈন্তাপুরের জয়লাভ

স্পোর্টস ডেস্ক: সিলেট জেলা স্টেডিয়ামে শুভ উদ্বোধন হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২।
বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মেজবাহ উদ্দিন, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বিভাগীয় কমিশনার, সিলেট।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো: নূরে আলম সিদ্দিকী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহম্মেদ সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক মো: মজিবর রহমান।
উদ্বোধনী ম্যাচে বালকদের বিভাগে মোগলগাঁও ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়েছে খাদিমপাড়া ইউনিয়ন। বালিকা বিভাগে জকিগঞ্জ উপজেলাকে ৪-০ গোলে হারিয়েছে জৈন্তাপুর উপজেলা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্দ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের সহযোগীতায় এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন সিলেট।
Related News

৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্তপর্ব শুরু হচ্ছে বুধবার
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়াRead More

সিলেটের সুরমা নদীতে ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত
স্পোর্টস ডেস্ক: সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বেঙ্গলস ডলফিনস এর অংশগ্রহণে এবং কানাইঘাট ক্রীড়াRead More
Comments are Closed