জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরাম এর উদ্যোগে জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারীদের বিচার ও সিলেটকে পর্যটক বান্ধব করার দাবীতে ৮ মে রোববার দুপুরে নগরীর সারদা হলে সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় মানববন্ধন বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সহ সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক কবির আহমদ খাঁন, সমাজসেবা সম্পাদক ইমতিয়াজ রহমান ইনু, নির্বাহী সদস্য জাতীয় যুব পদকপ্রাপ্ত বিউটি বর্মন, ইলিয়াছ আকরাম, মোক্তার হোসেন, এইচ.এম সেলিম, মোহাম্মদ ঈসা তালুকদার, লিপি বেগম, রুহেনা আক্তার প্রমুখ।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে আফিকুর রহমান আফিক জাফলংয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, যারা এখনো গ্রেফতার হয়নি তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। তিনি বলেন, পর্যটন এলাকা হিসেবে দেশে-বিদেশে সিলেট পরিচিত। তাই পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনকে। তিনি প্রতিটি পর্যটন স্পটে হয়রানি বন্ধ করতে এবং জাফলংয়ে ১০ টাকার টিকেটের নামে চাঁদাবাজি বন্ধ করার দাবী জানান। প্রয়োজনে আধুনিকায়ন করে জাফলংকে আরো সমৃদ্ধ করার এবং বৃহস্পতিবারের হামলার ঘটনায় জড়িতদের আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির জানান।
উল্লেখ্য, গত ৫ মে বৃহস্পতিবার জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে স্বেচ্ছাসেবকরা। দুপুর দুইটার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে নারী-পুরুষ পর্যটকদের উপর এ হামলার ঘটনা ঘটে। বিজ্ঞপ্তি
Related News

শাবিপ্রবি ছাত্রদলের নতুন সভাপতি রাহাত, সম্পাদক নাঈম
শাবি সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ৭৬ সদস্য বিশিষ্ট কমিটিরRead More

সিলেটে শহীদ ওয়াসিম ব্রিগেড’র মানববন্ধন কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে বীর চট্টলার কৃতী সন্তান ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়কRead More
Comments are Closed