তাহিরপুরে যাদুকাটায় তাঁবু বাসের যাত্রা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: ডানে দেশের দৃষ্টিনন্দন শিমুল বাগান, সামনে বড়গোফ (বারেক) টিলা এবং ভারতের মেঘালয় পাহাড়ের সৌন্দর্য। প্রকৃতির এমন অপার সৌন্দর্য রাত জেগে উপভোগ করতে ভ্রমণপিয়াসী পর্যটকদের জন্য যাত্রা শুরু করেছে যাদুকাটা তাঁবু বাস।
শুক্রবার (১৮ ফেব্রয়ারী) দুপুরে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মাহারাম নদী সংলগ্ন এলাকায় যাদুকাটা তাঁবু বাস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মফিজ উদ্দিন বলেন, পর্যটন এলাকা তাহিরপুরে ব্যক্তি উদ্যোগে পর্যটকদের জন্য তাঁবুবাসের ব্যবস্থা প্রসংশার দাবি রাখে। যারা এখানে এসে রাত্রিযাপন করবেন তারা মুগ্ধ হবেন বলেই আমার বিশ্বাস। তিনি পর্যটকদের নিরাপত্তা, স্যানিটেশন ও খাবারের দিকগুলো যেন বিশেষভাবে নজর রাখা হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।
পুলিশ সুপার মিজানুর রহমান এমন পরিবেশে সুন্দর আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
যাদুকাটা তাঁবু বাসের উদ্যোক্তা কাসমির রেজা বলেন, শিমুল বাগান, যাদুকাটা, নীলাদ্রি ঘুরতে আসা পর্যটকরা আমাদের তাঁবুতে স্বস্তিতে ও নিরাপদে থাকতে পারবেন। তাদের আমরা ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশনেরও ব্যবস্থা রাখছি।
এ সময় উপস্থিত ছিলেন- তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার, বাদাঘাট ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও বড়দল উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাসুক মিয়া, যাদুকাটা তাঁবু বাস প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আসাদ জাহান, পরিচালক নারজেল হোসেন, ছড়াকার কবির আহমদ আশরাফ প্রমুখ।
Related News

ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম
পর্যটন ডেস্ক: ভ্রমণপ্রেমীদের কাছে ভারত অন্যতম প্রিয় গন্তব্য। বিষয়টি মাথায় রেখে দেশটির সরকার অনলাইনে ভিসাRead More

জাফলংয়ে পর্যটকদের ঢল, খুশী ব্যবসায়ীরা
পর্যটন ডেস্ক: ঈদুল ফিতরের ছুটিতে আনন্দ ভাগাভাগি করতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকRead More
Comments are Closed