Main Menu

প্রবীণ অভিনেতা আবুল হায়াত করোনায় আক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রবীণ অভিনেতা, নির্মাতা আবুল হায়াত।

করোনাভাইরাস শনাক্তের পর বুধবার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তার ছোট মেয়ে নাতাশা হায়াত।

নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ জানান, তার শ্বশুরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

বাবার জন্য এ পজিটিভ রক্তের গ্রুপের প্লাজমা চেয়ে ফেইসবুকে পোস্ট করেছেন নাতাশা; প্লাজমা দানে আগ্রহীদের তার মা শিরিন হায়াতের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেছেন তিনি।

১৯৬৯ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন তিনি; দীর্ঘ ক্যারিয়ারে নাটকের পাশাপাশি ‘অজ্ঞাতনামা’. ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল হায়াত।

৭৬ বছর বয়সী এ অভিনেতা অভিনয়ের বাইরে নিয়মিত লেখালেখিও করেন; ‘এসো নিপোবনে’, ‘অচেনা তারা’, ‘মিতুর গল্প’সহ বেশ কয়েকটি প্রকাশিত বই রয়েছে তার।

Share





Related News

Comments are Closed