Main Menu

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে শক্তিশালী ভূকম্পন অনুভুত হয়েছে। রাজধানী টোকিওর কাছাকাছি ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভুত হয় । জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলে জানায়, শনিবার স্থানীয় সময় বিকেলে এ ভূমিকম্পের ঘটনা ঘটেছে ।

জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সি জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে ৩০৬ কিলোমিটার উত্তরপূর্বে ফুকুসিমা প্রদেশে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার। দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনও তথ্য নেই এবং সুনামির কোনও আশঙ্কা নেই।

২০১১ সালের মার্চ মাসে, ফুকুশিমা এবং জাপানের উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য অঞ্চলগুলি ৯-মাত্রার ভূমিকম্প এবং সুনামির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বন্যায় প্রায় ১৯ হাজার মানুষ মারা যায়।

Share





Related News

Comments are Closed