বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: রাজপরিবারের অবমাননা আইন বাতিলে দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ করেছে প্রায় এক হাজার মানুষ। বুধবার (১০ ফেব্রয়ারী) রাজধানী ব্যাংককে এই বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভকারীদের অনেকে হাড়ি-পাতিল বাজিয়ে প্রতিবাদ জানিয়েছে। গত সপ্তাহে মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরাও একই কায়দায় প্রতিবাদ জানিয়েছিলেন। খবর- রয়টার্স।
রয়টার্সের খবরে জানানো হয়েছে, মূলত মিয়ানমারে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতেই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল। পরে এটি আইন বাতিল দাবির বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীরা এই আইনে মঙ্গলবার গ্রেফতার চারজনের মুক্তি দাবি করে। তারা ‘আমাদের বন্ধুদের মুক্তি দাও’ এবং ‘১১২ ধারা বাতিল করো’ স্লোগান দেয়। একটি পুলিশ স্টেশনের দিকে এগুতে শুরু করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
থাইল্যান্ডে রাজপরিবারকে অবমাননা করে কোনো মন্তব্য দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড।
বিক্ষোভকারীদের নেতা পানুসায়া বলেছেন, ‘আমরা যদি সড়কে হাজার হাজার লাখ লাখ মানুষ নেমে আসি তাহলে আমরা রাজতন্ত্রের সংস্কার করতে পারবো।’
Related News

কলম্বিয়ায় সড়কে ঝরল কূটনীতিকসহ তিনজনের প্রাণ
আন্হর্জাতিক ডেস্ত: কলম্বিয়ায় একটি প্রাইভেটকার খাদে পড়ে পানামার কূটনীতিকসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২Read More

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৫ লাখ ৬০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। চলছে দ্বিতীয় ঢেউ। করোনার টিকা আবিষ্কার হলেওRead More
Comments are Closed