Main Menu

সরাইলে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে তাকরিম (৩) এবং মো. আদনান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার কুট্টাপাড়া গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।

Manual7 Ad Code

তাকরিম উপজেলার কুট্টাপাড়া উত্তরপাড়ার আকতার হোসেনের ছেলে এবং মো. আদনান একই উপজেলার উচালিয়াপাড়া গ্রামের মো. আরাফাত মিয়ার ছেলে। তারা দুইজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয়রা জানান, আদনান কুট্টাপাড়ার উত্তরপাড়ায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সে মামাতো ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে তারা পুকুরের পানিতে ডুবে যায়।

Manual7 Ad Code

পরে স্বজনরা শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি করে। এরপর দুপুরে স্থানীয়রা পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code