Main Menu

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে সিলেটে শিবিরের বিক্ষোভ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

বুধবার (১২ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Manual4 Ad Code

ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এর সভাপতিত্বে, সিলেট মহানগরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু’র সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, দীর্ঘ ষোল বছর এদেশে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কায়েম ছিল, তারা ক্ষমতায় আসার পূর্বেই ২০০৬ সালের ২৮ অক্টোবর মানুষকে হত্যা করে লাশের উপর নৃত্য করেছিল। তারা ক্ষমতায় এসে পিলখানা হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারা ২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল। সর্বশেষ ২০২৪ সালে প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করার পর মুক্তিকামী জনতার প্রতিরোধে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই গণ হত্যার বিচার ও খুনি হাসিনার বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। যদি বিচার নিশ্চিত না করা হয় তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Manual4 Ad Code

তিনি তার বক্তব্যে আরও বলেন, আমরা লক্ষ্য করছি জুলাই সনদের আইনি ভিত্তি যাতে নিশ্চিত না হয় সেজন্য কিছু দল অপতৎপরতা চালাচ্ছে। তিনি অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা আওয়ামী লীগের সকল মামলা তুলে ফেলবেন- আমরা তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইউব মঞ্জু, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের ও শাবিপ্রবির সেক্রেটারী মাসুদ রানা তুহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code