কুমিল্লা সীমান্তে পৌনে ২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৌনে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বিভিন্ন ধরনের মোবাইল ফোনের ডিসপ্লে এবং একটি মিনি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করেছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৪ অক্টোবর রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কামারখাঁ জোড়া ব্রিজ এলাকায় মালিকবিহীন অবস্থায় ওই পণ্য জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯০১টি ভারতীয় উন্নত মানের শাড়ি এবং ১,৪৯৭টি বিভিন্ন ধরনের মোবাইল ফোনের ডিসপ্লে। বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা।
লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, “চোরাচালান প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়ন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে আমাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার কারণে চোরাচালানকারীদের কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। জব্দকৃত পণ্যসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।”
Related News
সরাইলে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে তাকরিম (৩) এবং মো. আদনানRead More
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৬
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর কবিরহাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী ট্রাকের সংঘর্ষেRead More



Comments are Closed