Main Menu

দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের সাঈদ মিয়ার বাড়ির পুকুর থেকে মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

নিহত শিশুরা হলো একই গ্রামের আব্দুল কাদিরের ৭ বছরের শিশুপুত্র রাহিম এবং একই গ্রামের মহিউদ্দিনের ৮ বছরের শিশুপুত্র মোহাম্মদ।তারা দুজনই পাশাপাশি বাড়ির বাসিন্দা ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাহিম ও মোহাম্মদ বাইসাইকেল নিয়ে বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। এর কিছুক্ষণ পর এক পর্যায়ে পাড়া প্রতিবেশী সকলের অজান্তে আনুমানিক ২শ’ গজ অদূরে পা ফসকে বাইসাইকেলসহ প্রতিবেশী সাঈদ মিয়ার বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে তলিয়ে যায় অবুঝ শিশু দুটি। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে প্রতিবেশী ইব্রাহীম আলী পুকুরে তাদেরকে দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করেন। হৃদয় বিদারক এই মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Manual3 Ad Code

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code