Main Menu

সিলেটে বাচ্চাসহ কুকুর নিখোঁজ, সন্ধান দাবিতে মানববন্ধনের আয়োজন

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারে প্রিয় কুকুর ‘বজো’ ও তার পরিবার নিখোঁজ হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও প্রাণপ্রেমীরা। তারা অভিযোগ করেছেন, সিতারা ম্যানশনের সামনে নতুনভাবে গড়ে ওঠা “মেহমান রেস্টুরেন্ট” কর্তৃপক্ষই কুকুরগুলোকে অন্যত্র সরিয়ে দিয়েছে বা মেরে ফেলেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ কোনো জবাব না দেওয়ায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

এলাকাবাসী জানান, সিতারা ম্যানশন এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি পাড়া-পোষা কুকুর বাস করত। স্থানীয় তরুণরা নিয়মিত খাবার দিতেন, এমনকি রেবিস ভ্যাকসিনও দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় তিন সপ্তাহ আগে বজোর চারটি বাচ্চার মধ্যে দুটি হঠাৎ নিখোঁজ হয়। এরপর বজো ও মা কুকুরসহ বাকি কুকুরগুলোও উধাও হয়ে যায়।

অভিযোগ রয়েছে, রেস্টুরেন্টের গার্ডরা জানিয়েছেন কুকুরগুলোকে ইনজেকশন দিয়ে দূরে ফেলে দেওয়া হয়েছে। কেউ কেউ বলছেন, সেগুলোকে এয়ারপোর্ট এলাকার দিকে ফেলে দেওয়া হয়েছে। তবে কোনো প্রমাণ বা ব্যাখ্যা দিতে পারেনি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ; তাদের ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

Manual2 Ad Code

ঘটনার পর এলাকাবাসী লিখিতভাবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে কুকুরগুলোর অবস্থান জানতে চেয়েছেন এবং ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব প্রদানের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, “বজো আমাদের চোখের সামনে বড় হয়েছে, ওদের প্রতি আমাদের অন্যরকম ভালোবাসা। প্রাণীর প্রতি মায়া হারালে মানুষও মানুষ থাকে না।”

Manual1 Ad Code

আয়োজকরা সিলেটের সাংবাদিক ও প্রাণপ্রেমী মানুষদের মানববন্ধনে যোগ দিতে আহ্বান জানিয়েছেন। তাদের দাবি—বজো ও তার পরিবারকে জীবিত ফেরত দিতে হবে এবং ভবিষ্যতে এমন নির্মম আচরণ যেন আর না ঘটে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code