সিলেটের তামাবিল দিয়ে ৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ কারাভোগ শেষে অবশেষে দেশের মাটিতে ফিরলেন পাঁচ বাংলাদেশি নাগরিক। ভারতের কারাগারে সাজা শেষে বুধবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারত।
ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা পাঁচজন বাংলাদেশি গত ২০২৪ সালের সেপ্টেম্বরে সিলেটের জকিগঞ্জ উপজেলার উকিয়াং সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। সাজা ভোগ শেষে বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ তাদের হস্তান্তর করে।
ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে দীর্ঘ মেয়াদে কারাভোগ শেষে তারা দেশে ফেরেন। তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার বাগপাড়া গ্রামের আকদ্দস আলীর ছেলে মো. শামীম আহমেদ (৩৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. নাসির উদ্দিন (২৫), আব্দুল হান্নানের ছেলে ইমরান হোসেন (২৭), কানাইঘাট উপজেলার পূর্বগ্রামের শফিক আহমেদের ছেলে ইকবাল আহমেদ (১৯) এবং মানিপুর গ্রামের ফারুক আহমেদের ছেলে আবুল হোসেন (২৫)।
তামাবিল ইমিগ্রেশন ইনচার্জ এসআই বজলুর রশিদ জানান, ‘ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে এ পাঁচ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
Related News
সিলেটের তামাবিল দিয়ে ৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ কারাভোগ শেষে অবশেষে দেশের মাটিতে ফিরলেন পাঁচ বাংলাদেশিRead More
সিলেটে যুবদল কর্মী রনি হত্যা মামলার আসামী ইমা আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে যুবদল কর্মী জসিম উদ্দিন রনি হত্যা মামলারRead More



Comments are Closed