Main Menu

কোম্পানীগঞ্জে প্রবাসফেরত তিন সন্তানের জননী নিখোঁজ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে সৌদি আরবফেরত এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের দুই দিন পার হলেও তার কোনো খোঁজ মিলছে না।

নিখোঁজ গৃহবধূ রুমা বেগম (৩০) তিন সন্তানের জননী। তার স্বামী জলিল মিয়া। ঠিকানা: ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ী গুচ্ছগ্রাম, থানা কোম্পানীগঞ্জ, জেলা সিলেট।

পরিবারের সদস্যরা জানান, গত ২৩ অক্টোবর সকালে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন রুমা বেগম। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

দুই দিন ধরে ব্যর্থ অনুসন্ধানের পর শনিবার (২৫ অক্টোবর) সকালে রুমার স্বামী জলিল মিয়া দুই ছেলেকে নিয়ে কোম্পানীগঞ্জ থানায় উপস্থিত হয়ে স্ত্রীর সন্ধান চেয়ে পুলিশের সহায়তা চান।

Manual7 Ad Code

স্বামী জলিল মিয়া ও দুই ছেলে

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ নারীর সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। সম্ভাব্য সব দিক মাথায় রেখে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনুসন্ধান চলছে। ওই নারী মাত্র ১০ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। এর আগে তিনি ২ বছর সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করেছেন।”

Manual8 Ad Code

জানা গেছে, রুমা বেগমের বড় ছেলের বয়স ১০ বছর। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। নিখোঁজের বিষয়টি জানাতে থানায় আসার সময় মেজ ও ছোট ছেলেও বাবার সঙ্গে ছিল।

Manual3 Ad Code

নিখোঁজ গৃহবধূর সন্ধান পেতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে পুলিশ ও পরিবার। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় বা ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ী গুচ্ছগ্রামে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code