সিলেট নগরে সিএনজি অটোরিকশায় যাত্রী বহনের নতুন নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরে চলাচলকারী সিএনজি অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী তোলা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। পাশাপাশি প্রতিটি সিএনজি অটোরিকশার সামনে ও পেছনে নিরাপত্তা গ্রিল স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে ‘সিএনজি চালিত থ্রি-হুইলার ও প্যাডেলচালিত রিকশার ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভা’-তে এসব নির্দেশনা দেন এসএমপি কমিশনার।
সভায় রাজনীতিবিদ, সাংবাদিক প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। নগরবাসীর সুবিধার্থে সিএনজি ও রিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণে তারা মতামত দেন।
এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে। এতে চালক ও যাত্রী দু’পক্ষেরই স্বার্থ রক্ষা পাবে।”
তিনি আরও বলেন, “বর্তমানে সিএনজি চলাচলে নানা অনিয়ম হচ্ছে।জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সিএনজিতে নিরাপত্তা গ্রিল স্থাপন বাধ্যতামূলক করা হবে এবং সর্বোচ্চ তিনজন যাত্রী পরিবহন করা যাবে। আমরা চাই এসব অনিয়ম দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে।”
কমিশনার আরও জানান, “সিলেট নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ। আমরা নিয়মিত এসব যানবাহন আটক করছি। পাশাপাশি নগরীতে গণপরিবহন চালুর উদ্যোগও গ্রহণ করা হয়েছে।”
Related News
সিলেটে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, সিলেট মহানগর সভাপতিRead More
সিলেট ট্যুরিস্ট ক্লাবেরর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, বিশ্বRead More



Comments are Closed