Main Menu

সিলেটে খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, সিলেট মহানগর সভাপতি ও সিলেট-১ (মহানগর-সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসরেরা এখনো দেশবিরুধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুলাই সনদ স্বাক্ষর হলেও এর আইনী ভিত্তি সুনিশ্চিত করতে অন্তর্র্বতীকালীন সরকারের সিদ্ধান্তহীনতা দেশবাসীকে হতাশ করেছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের জঙ্গীবাদী কর্মকাণ্ড দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাড়িয়েছে। এদের জঙ্গী তাপরতা এবং ফ্যাসিবাদের দোসরদের দেশবিরুধী ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা। দেশের শান্তি সৃংখলা ও স্থিতিশীলতা সুরক্ষা এবং একটি অবাদ ও সুষ্ট নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সরকারকে আরো আন্তরিক ও কঠোর হতে হবে। অবিলম্বে সরকারী অধ্যাদেশ জারী করে নভেম্বর মাসের মধ্যেই গণভোট দিতে হবে। আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে, জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচার কার্যক্রম দৃশ্যমান করা, ফ্যাসিবাদী দল ও দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

আজ ২৫ অক্টোবর শনিবার নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারী আদেশ জারি এবং এর উপর নভেম্বরের মধ্যে গণভোট প্রদানসহ ৬ দফা দাবিতে জুলাই সনদ বাস্তবায়নের সরকারী আদেশ জারি এবং এর উপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট প্রদানসহ ৬ দফা দাবিতে সমমনা রাজনৈতিক দলসমূহের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকাল ৪টায় খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেটের কোর্ট পয়েন্টে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগরী সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস হবিগনজ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা দিলওয়ার হোসাইন।

Manual3 Ad Code

সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, ডা. মুহাম্মদ ফয়জুল হক, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাশুক আহমদ, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন কামিল, সহ-বায়তুলমাল সম্পাদক মাস্টার মোঃ ফারুক মিয়া, গোয়াইনঘাট উপজেলা সভাপতি মাওলানা কাজি শরিফ উদ্দিন, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মুহিবুর রহমান রায়হান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুর রহিম, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা থানা সভাপতি হাফিজ মাওলানা আলাউদ্দিন, শাহপরান পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ, কতোয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, কতোয়ালী পূর্ব থানা সভাপতি জাহেদ আহমদ চৌধুরী, শাহপরান পূর্ব থানা সভাপতি কয়েছুজ্জামান চৌধুরী, জালালাবাদ থানা সভাপতি আ.খ.ম লোকমান প্রমুখ।

Manual4 Ad Code

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট থেকে শহীদ মিনার গিয়ে কর্মসূচির সমাপ্তি করা হয়।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code