গোয়াইনঘাটে মহিষের আক্রমণে ১২ জন আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ভারত থেকে চোরাই পথে আসা মহিষের আক্রমণে নারী–পুরুষসহ ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর উত্তর কুটরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে হাসিব মিয়ার বাড়িতে উঠে তার স্ত্রী সুরতুন (৫৫)–কে আক্রমণ করে মহিষগুলো। মাকে বাঁচাতে গেলে মেয়ে জেসমিন (৩০)–ও গুরুতর আহত হন। পরে নয়ানগর গ্রামের ইমাম উদ্দিন তাদের দেখতে গেলে তিনিও আক্রমণের শিকার হন।
সকাল ৭টা থেকে ১০টার মধ্যে মহিষগুলোর তাণ্ডবে পুকাশ, হাতিরপাড়া, কুটরঘাটসহ অন্তত চার গ্রামের ১২ জন আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহতদের মধ্যে সুফিয়ান (১৭), শিব্বির (৪২), ইসরাক আলী (৩২), সুরতুন (৫৫), জেসমিন (৩০), মুহিব (৪৫), ইমরান (২৮) প্রমুখকে সিলেটে পাঠানো হয়েছে। স্থানীয় মেম্বার মাসুক আহমদ বলেন, সকাল থেকে মহিষগুলো গ্রামে তাণ্ডব চালাচ্ছে, ৯ জনকে সিলেটে পাঠানো হয়েছে। প্রশাসন ও পুলিশকে জানানো হলেও বিকেল পর্যন্ত মহিষগুলো আটক হয়নি।
এলাকাবাসীর দাবি, এসব মহিষ ভারতীয় চোরাই পথে আনা হয়েছে এবং ছুটে এসে গ্রামে ঢুকে পড়েছে।
গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়েছি। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।”
Related News
কোম্পানীগঞ্জে প্রবাসফেরত তিন সন্তানের জননী নিখোঁজ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে সৌদি আরবফেরত এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজেরRead More
কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে বাল্কহেড জব্দ, আটক ৯
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে মোবাইলRead More



Comments are Closed