Main Menu

৫ দফা দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, জাতীয় সংসদে একক ক্ষমতার আধিপত্য বজায় রাখার জন্যই একটি দল পিআর পদ্ধতি মেনে নিতে পারছে না। তিনি দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার কমিটমেন্টের বাস্তবায়ন, আওয়ামী ফ্যাসিবাদের গণ হত্যার বিচার, পিআর পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তিনি বলেন, আমরা চাচ্ছি ইসলাম দেশ ও মানবতার লক্ষ্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে আমরা সংসদে ছোট-বড় সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের প্রস্তাব দিয়েছি। দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং সাধারণ জনগণও পিআর পদ্ধতির পক্ষে মতামত দিয়েছেন। অথচ দেশের একটি বড় দল নাকি পিআর পদ্ধতি বুঝে না কিন্তু তারা জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে উচ্চকক্ষে পিআর পদ্ধতি মেনে প্রমাণ করেছে। পিআর পদ্ধতি তারা বুঝে শুধুমাত্র একক আধিপত্য ক্ষমতার জন্যই তারা নিম্নকক্ষে পিআর পদ্ধতি বুঝতে চায় না। ডা: রিয়াজুল ইসলাম বলেন, ইসকন বাংলাদেশকে অভিন্ন ভারত ঘোষনা দাবিদার। তার হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নামে ইসলাম ও মুসলমাসদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। চট্রগ্রামের আইনজীবী আলিফকে হত্যা ও টঙ্গীতে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে গাজিপুর থেকে গুম করে পঞ্চগড়ে নিয়ে গাছের সাথে শিকল বন্দি করে রাখে। বিশে^র বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ তাই বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। মিছিল পূরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ডা: রিয়াজ এসব কথা বলেন।

Manual5 Ad Code

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন ৫ দফা দাবি আদায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) বাদ জুহর নগরীর কোর্ট পয়েন্টে থেকে বিশাল বিক্ষাভ মিছিল শুরু করে সিলেট চৌহ্রাটা পয়েন্টে গিয়ে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি আলহাজ¦ ফজলুল হক, মহানগর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলাম, মহানগর সভাপতি মো: জাকির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মোঃ আলবাবুল হক চৌধুরী, মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু প্রমুখ।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code