ফ্যাসিস্টের আবর্জনা পরিষ্কার করতে হবে: বদরুজ্জামান সেলিম
বৈশাখী নিউজ ডেস্ক: পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রেখে যাওয়া আবর্জনা এখনও পরিষ্কার করা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য ও সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।
শনিবার (২৫ অক্টোবর) ১১ নং মধ্যজাফলং ইউনিয়নের রাধানগর বাজারে প্রচারপত্র বিলি বিতরণ পরবর্তীতে পথসভা প্রধান অতিথির উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেছেন, বিগত ১৭ বছরের জুলুম অত্যাচারের শিকার হয়ে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হলেও এখনও পতিত ফ্যাসিস্টের রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করা যায়নি। দেশকে এগিয়ে নিতে হলে এই আবর্জনা অবশ্যই পরিষ্কার করতে হবে।
বিএনপি নেতা প্রবীণ মুরব্বি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ধনাই মিয়া, সহ-সাধারণ সম্পাদক নান্নু মিয়া, বিএনপি নেতা জলিল মিয়া, মিলন মিয়া, বিলাল আহমদ, মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ তাজ উদ্দীন, যুবদল নেতা নুর আলম রানা, ইমন আহমদ, মাহফুজ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে প্রবাসফেরত তিন সন্তানের জননী নিখোঁজ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে সৌদি আরবফেরত এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজেরRead More
কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে বাল্কহেড জব্দ, আটক ৯
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে মোবাইলRead More



Comments are Closed