Main Menu

সিলেটে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: লিঙ্গভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, নীতিগত পরামর্শ বিনিময় এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে আশার আলো (Ashar Alo) ও সন্ধি নারী সংঘ কর্তৃক যৌথ উদ্যোগে আয়োজিত “Rise Together: Ending Gender-Based Violence” প্রকল্পের আওতায় এক লোকাল লেভেল অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত নগরীর নাইওরপুলস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— সিলেট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল মনসুন আসজাদ, জেলা শিক্ষা অফিসের প্রোগ্রাম অফিসার তোফায়েল আহমেদ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, নারী সংগঠক, আশার আলোর কর্মী ও সদস্যবৃন্দ, এবং সন্ধি নারী সংঘের সদস্যবৃন্দ।

Manual5 Ad Code

আলোচনায় বক্তারা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা জরুরি। সমাজে লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশে সরকার, এনজিও ও নাগরিক সমাজের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

Manual4 Ad Code

আশার আলো’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহফুজ আলম সভাপতির বক্তব্যে বলেন, “লিঙ্গভিত্তিক সহিংসতা কেবল ব্যক্তিগত নয়, এটি একটি সামাজিক ও কাঠামোগত সমস্যা। স্থানীয় মানুষকে পরিবর্তনের নেতৃত্বে যুক্ত করতে পারলেই টেকসই অগ্রগতি সম্ভব।”

সভায় অংশগ্রহণকারীরা লিঙ্গসমতা ও ন্যায়সংগত সমাজ গঠনে ভবিষ্যৎ পরিকল্পনা ও যৌথ উদ্যোগের অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানের শেষে আশার আলো’র পক্ষ থেকে অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় এবং সবাইকে GBV প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code