Main Menu

সিলেটে মিডটাউন রোটারি ক্লাবের এসেম্বলি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সিলেট মিডটাউন রোটারি ক্লাবের ২০২৫-২৬ রোটাবর্ষের এসেম্বলি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই এসেম্বলি আয়োজন করা হয়।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরীর যৌথ সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এসেম্বলি পরিচালনা করেন রোটারিয়ান পিপি আতিকুর রেজা চৌধুরী।

আলোচনায় অংশ নেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫-এর রিপসা টিমের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ, কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি অ্যাডভোকেট আব্দুল হাফিজ, রোটারিয়ান পিপি প্রফেসর সাখাওয়াত হোসেন আজাদ, রোটারিয়ান পিপি অ্যাডভোকেট জামাল উদ্দিন, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, প্রেসিডেন্ট নমিনী রোটারিয়ান বাহাউদ্দিন বাহার, রোটারিয়ান এস এম জি কিবরিয়া, রোটারিয়ান আবুল কালাম, রোটারিয়ান বদরুজ্জামান চৌধুরী, রোটারিয়ান আনোয়ার হোসেন, রোটারিয়ান সুয়েব আহমদ অভি ও রোটারিয়ান আমিনুল ইসলাম প্রমুখ।

এসেম্বলির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তম।

সভায় ২০২৫-২৬ রোটাবর্ষে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের দায়িত্ব পালনে আন্তরিকতা, নিষ্ঠা ও অঙ্গীকারের মাধ্যমে ক্লাবের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Share





Related News

Comments are Closed