পঞ্চগড়ে নদী ও ডোবার পানিতে ডুবে দুইজনের মৃত্যু

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জেলার সদর উপজেলায় সোমবার (৯ জুন) দুপুরে পৃথক দুটি ঘটনায় নদীতে গোসল করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী তাওসিফ আল মাহমুদ (১৬) এবং ডোবার পানিতে পড়ে মিনহাজ ইসলাম (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
ঐদিন সদর ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামে ও পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় পৃথক এ দুর্ঘটনা দুটি ঘটে।
তাওসিফ আল মাহমুদ ঢাকার মোহাম্মদপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। সে মোহাম্মদপুরের ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মিনহাজ ইসলাম পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার মাসুম ইসলামের ছেলে।
নিহতদের পরিবারের বরাত দিয়ে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান জানান, সদর ইউনিয়নের সাড়ে চার মাইল এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম ঈদুল আজহার দিন রাতে ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে তার মরদেহ নিয়ে তাওসিফসহ পরিবারের সদস্যরা পঞ্চগড়ে আসেন। রোববার দুপুরে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এরপর সোমবার দুপুরে তাওসিফ তার নানা বাড়ি থেকে কিছু দূরে সন্ন্যাসীপাড়া এলাকায় তালমা নদীতে বড় ভাই ও আত্মীয়স্বজনদের সঙ্গে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীতে বালি ও পাথর উত্তোলনের কারণে সৃষ্টি হওয়া একটি গভীর গর্তে ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তুলারডাঙ্গা এলাকায় নিজ বাড়ির উঠানে খেলতে থাকা মিনহাজকে রেখে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন তার মা মালেকা বেগম। খেলার একপর্যায়ে মিনহাজ বাড়ির বাইরে চলে যায়। পরে বাড়ির পাশের ডোবার ধারে হাঁটার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Related News

পঞ্চগড়ে নদী ও ডোবার পানিতে ডুবে দুইজনের মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জেলার সদর উপজেলায় সোমবার (৯ জুন) দুপুরে পৃথকRead More

দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলের মধ্যে নির্বাচনে দ্বিমত নেই: সারজিস আলম
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: ‘‘যদি দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াটি দেখতে পাই এবং মৌলিকRead More
Comments are Closed