দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলের মধ্যে নির্বাচনে দ্বিমত নেই: সারজিস আলম

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: ‘‘যদি দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াটি দেখতে পাই এবং মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয়, নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন রয়েছে। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু তার পূর্বে নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে। বিচার ও দৃশ্যমান বিচারিক কার্যক্রম নিশ্চিত করতে হবে, মৌলিক সংস্কারের দৃশ্যমান অবস্থা দেখতে চাই।’’
সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সাংবাদিকদের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা সব সময় দেখে এসেছি যে, নির্বাচনকালে ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকার পেশি শক্তি অপব্যবহার করা হয়। আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই। যেখানে ছোট দল হোক কিংবা বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ ও সুষ্ঠু একটি নির্বাচনে একদম স্বয়ংক্রিয় ও স্বয়ংসম্পূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।
নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে সারজিস আলম বলেন, কেউ যেন কারো দ্বারা ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়। এমনকি অপ্রীতিকর ঘটনাগুলো আমরা বিগত নির্বাচনগুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনি এলাকায় দেখেছি, ভোটকেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এই ধরনের ঘটনাগুলো যেন আর আমরা আগামীর বাংলাদেশে কোনো নির্বাচনে না দেখি। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে।
এ সময় জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পাটির সদর উপজেলা শাখার সমন্বয়ক তানবিরুল বারী নয়ন উপস্থিত ছিলেন ।
এর আগে, হাসনাত আবদুল্লাহকে সঙ্গে নিয়ে চৌরঙ্গী মোড়ে নেতাকর্মী ও সমর্থকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সারজিস।
Related News

পঞ্চগড়ে নদী ও ডোবার পানিতে ডুবে দুইজনের মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জেলার সদর উপজেলায় সোমবার (৯ জুন) দুপুরে পৃথকRead More

দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলের মধ্যে নির্বাচনে দ্বিমত নেই: সারজিস আলম
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: ‘‘যদি দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াটি দেখতে পাই এবং মৌলিকRead More
Comments are Closed