টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে গান-বাজনা নিষিদ্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের ছুটিতে পর্যটকের ভিড়ে সরব সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর। তবে প্রকৃতি আর জীববৈচিত্র্যে ভরপুর এই সংরক্ষিত এলাকাকে রক্ষায় এবার কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। পর্যটকবাহী হাউজবোট ও লোকালবোটে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
সোমবার (৯ জুন) উপজেলা প্রশাসনের ফেসবুক পেজেও জানানো হয়েছে, ‘টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী সকল হাউজবোট ও লোকালবোটে উচ্চস্বরে গান বাজানো নিষেধ। এ বিষয়ে অভিযান পরিচালনা করা হবে।’
টাঙ্গুয়ার হাওর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সংরক্ষিত জলাভূমি। রামসার কনভেনশনে ‘প্রতিবেশগত সংকটাপন্ন’ অঞ্চল হিসেবে চিহ্নিত হওয়া এই হাওরে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। অথচ সাম্প্রতিক বছরগুলোতে পর্যটনের নামে চলা বেপরোয়া হাউজবোট চলাচল, গান-বাজনা, প্লাস্টিক বর্জ্য ফেলা এবং মানববর্জ্য ব্যবস্থাপনার অভাবে হাওরের প্রকৃতি পড়েছে হুমকির মুখে।
লেখক ও সমাজকর্মী আবুল হোসেন বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষার জন্য একে রামসার চুক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু হাওরে যেভাবে গান-বাজনা, নাচ, আর বর্জ্য ফেলার ঘটনা ঘটছে, তা পরিবেশ ও প্রতিবেশ দু’টোরই জন্য ভয়ংকর।
একই সুরে কথা বলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা জানান, উচ্চস্বরে গানবাজনা শুধু শব্দদূষণই নয়, এটি জলচর পাখি ও জলজ প্রাণীদের প্রজনন ও বসবাসেও বিঘ্ন ঘটায়। প্রশাসনের এ সিদ্ধান্ত সময়োপযোগী।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, বোটগুলোতে রাত-বিরাতে উচ্চস্বরে গান-বাজনা বন্ধে দ্রুত কার্যকর অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি হাওরে প্লাস্টিক ও মানববর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন শুরু হবে।
Related News

শান্তিগঞ্জে ৬৮০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামে দুই মাদক ব্যবসায়ীর বসত বাড়ীতেRead More

ছাতকে পৌর যুবলীগের সদস্য বদরুল আলম গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: ছাতকে পৌর যুবলীগের সদস্য, ভুমিখেকো, জবর দখলকারি বিভিন্ন মামলার পলাতক আসামী বদরুল আলমকেRead More
Comments are Closed