Main Menu

শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র পরিচিতি সভা অনুষ্টিত

ডেস্ক রিপোর্ট: বীর চট্টলার সূর্যসন্তান ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরাম ছিলেন ন্যায়ের পক্ষে এবং অন্যায়, জুলুম, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের বিপক্ষে। তাই তিনি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়ে আজ আমাদের একটি বৈষম্যহীন স্বৈরাচারমুক্ত দেশ উপহার দিয়ে গেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বৈষম্যহীন বাংলাদেশে খোদ ওয়াসিম আকরাম আজ বৈষ্যমের শিকার। এটা স্বৈরাচারমুক্ত বাংলাদেশের জন্য লজ্জাজনক। এটা শহীদের রক্তের সাথে অন্যায় করা হচ্ছে।

বক্তারা বলেন, জুলাই কেন্দ্রীক রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকান্ড থেকে বার বার শহীদ ওয়াসিমকে বাদ দেওয়া হচ্ছে। ওয়াসীমের খুনি মাহিবি তাজওয়ারকে ‘জুলাই আহত ভাতা’ প্রদান করে পুরুষ্কৃত করা হয়েছে। পাঠ্যবইয়ে শহিদ আবু সাইদ ও মুগ্ধের বীরত্বগাঁথা স্থান পেলেও জুলাই আন্দোলনের দ্বিতীয় শহিদ ও বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিমের বীরত্ব কাহিনী স্থান পায়নি।

বক্তারা আরো বলেন, জুলাই স্পিরিট ধরে রাখার জন্য যদি আমাদের আবার জীবন দিতে হয়, রক্ত দিতে হয় তা দিতে শহীদ ওয়াসিম ব্রিগেড সবসময় প্রস্তুত আছে। এরপরও আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। আমরা শুধু শহিদ ওয়াসিম নয়, সারা বাংলাদেশে জুলাই আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাঁদের প্রাপ্য সম্মানের জন্য লড়াই করে যাবো।

বর্তমান অন্তবর্তকালীন সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনারা জুলাই আন্দোলনে নিহত সকল বীর শহিদদের প্রাপ্য সম্মান নিশ্চিত করুন। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করুন। সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেসকল নেতাকর্মীকে জুলাই ভাতাসহ অন্যান্য ভাতা প্রদান করা হয়েছে তা সঠিক তদন্তের মাধ্যমে বাতিলপূর্বক জড়িতদের আইনের আওতায় আনুন। নইলে শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর পূণ্যভূমি সিলেট থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৭টায় নগরীর মিরাবাজারস্থ কার্যালয়ে আয়োজিত শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন।

শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র সভাপতি আবু ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আবদুল মুমিন সেতু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্টে’র সভাপতি মো. নাসির উদ্দিন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্টে’র সিনিয়র সহসভাপতি হাজী আবুল কালাম।

পরিচিতসভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্টে’র সহসভাপতি মামুন আহমদ, বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্টে’র সাধারণ সম্পাদক বদরুল আজাদ রানা, শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র উপদেষ্টা এবি সিদ্দিক, শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র সহসভাপতি সৈয়দ তৌহিদুল হক সাকিব, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটি’র নেতা হিলাল উদ্দিন শিপু, প্রচার ও দপ্তর সম্পাদক মো. আছনাত উদ্দিন জাহিন।

উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেট’র সহসভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী মিজান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মালেক উদ্দিন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, আতিকুর রহমান তপু, জহির উদ্দিন, ক্রীড়া সম্পাদক সৈয়দ সজীব, সহ ক্রীড়া সম্পাদক সুজন আহমদ, সদস্য রুহেল আহমদ, আসাদ আহমদ, পারভেজ মোশাররফ, হাবিবুর রহমান ফাহিম, নাহিয়ান আহমদ, মো. শাহিদ হোসেন সাকিব।

পরিচিতি সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুর রহমান নাইম।

 

 

Share





Related News

Comments are Closed