জগন্নাথপুরে হাওরে কৃষককে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মমিনা হাওরে সৈয়দ আলী (২৪) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে গরুর জন্য ঘাস কাটতে হাওরে যান সৈয়দ আলী। বিকেল ৩টার দিকে হাওর থেকে ফেরার সময় অন্যান্য কৃষকরা হাওরের মধ্যে তাঁর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে নিহতের স্বজন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান।
রৌয়াইল গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে সৈয়দ আলীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। নিহতের ভাই সুহেল মিয়া বলেন, ‘সকালে সে ঘাস কাটতে যায়, বিকেলে কয়েকজন কৃষক হাওর থেকে ফেরার পথে আমার ভাইয়ের লাশ দেখতে পায়। খবর পেয়ে আমরা ছুটে যাই। গিয়ে দেখি, আমার ভাইয়ের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে।
রৌয়াইল গ্রামের স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) টিটু মিয়া বলেন, ‘খবর পেয়ে আমরা হাওরে যাই। গিয়ে দেখি, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ বলেন, ‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।’
ওসি জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
Related News

শান্তিগঞ্জে ৬৮০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামে দুই মাদক ব্যবসায়ীর বসত বাড়ীতেRead More

ছাতকে পৌর যুবলীগের সদস্য বদরুল আলম গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: ছাতকে পৌর যুবলীগের সদস্য, ভুমিখেকো, জবর দখলকারি বিভিন্ন মামলার পলাতক আসামী বদরুল আলমকেRead More
Comments are Closed