জৈন্তাপুরে মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৩নং চারিকাটা ইউনিয়নের অন্তর্ভুক্ত দি মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৬ মে মঙ্গলবার দুপুর ২টায় চারিকাটা ৫ মৌজাবাসীর আয়োজনে চারিকাট দাখিল মাদ্রাসা সংলগ্ন লালাখাল চতুল রাস্তার পাশে বিশাল এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, সাবেক চেয়ারম্যান শাহ্আলম চৌধুরী তোফায়েল, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন বিলাল।
মানববন্ধনে মেসার্স খোদেজা বহুমুখী ফার্মের ইজারাকৃত ও দি মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করণ ও দীর্ঘ কয়েক যুগ ধরে স্থায়ীভাবে বসবাসকারী পরিবারদের নামে স্থায়ী ভাবে সরকারি বন্দোবস্ত প্রদানের জোর দাবী জানানো হয়।
বক্তারা বলেন ২০১১ সালে দি মেঘালয় টি এস্টেটের সরকারি ইজারার ২৬নং অনুচ্ছেদ অনুযায়ী লীজ নবায়ন না করা সহ সকল শর্ত ভঙ্গ করেছে। তাছাড়া দীর্ঘদিন যাবত লীজকৃত এলাকায় বসবাসকারী অধিবাসীদের সাথে যে সমঝোতা শর্ত দেয়া হয়েছিলো সেটাও লঙ্ঘন করা হয়েছে। এ সময় বক্তারা আরো বলেন, এই অঞ্চলের মানুষ কয়েক পুরুষ ধরে বসবাস করে আসলেও নিজ দেশে রোহিঙ্গা শরনার্থীদের মত তাদের ভবিষ্যৎ অন্ধকার।
তারা বলেন, উক্ত এলাকায় বসবাসরত মানুষ এই জায়গা গুলোতো বসবাসের উপযোগী সহ কৃষি ক্ষেত্রে উপযুক্ত করে তুলেছে। তারা দাবী করেন সরকার কর্তৃক ইজারা যদি দেয়া হয় তাহলে স্থায়ী বন্দবস্তের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে বসবাসকারীদের যেন দেয়া হয়। এতে সরকারি সকল প্রকার কর, খাজনা দিতে তারা প্রস্তুত রয়েছেন। অন্যাথায় পুনরায় কোন বৃহৎ প্রতিষ্ঠানকে লৗজ প্রদান করার কারণে এই এলাকার মানুষের পরবর্তী প্রজন্ম স্থায়ী বাসস্থানের অভাবে অন্ধকারের নিমজ্জিত হবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য হাফিজ জালাল উদ্দীন, মনির আহমেদ, মাওলানা সাইফুল ইসলাম, আবদুল হান্নান, মাওলানা মইনুল ইসলাম, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, আনোয়ার হোসেন, শামসুল হক, মাওলানা আবদুল মালিক, কামাল আহমেদ, জহিরুল ইসলাম, মাহমুদ আলি, রফিক আহমেদ, ওমর আলী, তাজুল ইসলাম, নেছার আলী সহ অন্যান্যরা।
Related News

সিলেটে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায়Read More

সিলেটের ধোপাগুল ও জৈন্তাপুরে ৩৫টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জ্বালানী উপদেষ্টার নির্দেশনার একদিন পরই পৃথক অভিযানে অবৈধভাবে পরিচালিত ৩৫টি পাথরRead More
Comments are Closed