Main Menu

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার এক তরুণী প্রেমিকের সঙ্গে দেখা করতে গাজীপুরের কালীগঞ্জে এসে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

অভিযুক্ত যুবক ফরিদ পালোয়ান কালীগঞ্জের মুক্তারপুর হরিদেবপুরের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে ফরিদের এক বছর ধরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ফরিদ মেয়েটির সঙ্গে সামনাসামনি দেখা করার বায়না ধরেন। বাধ্য হয়ে মেয়েটি কুমিল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জে দেখা করতে আসেন। সারা দিন ঘোরাঘুরি শেষে নিরাপত্তার অজুহাতে মেয়েটিকে রাতে থেকে যেতে বাধ্য করেন ফরিদ। পরে এক বাড়িতে ফরিদ কয়েকজনের সহযোগিতায় ধর্ষণ শেষে ভুক্তভোগীকে মারধর করেন।

ওই তরুণী পরে নিজ বাড়িতে ফিরে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানালে তাঁরা কালীগঞ্জ থানায় মামলা করার পরামর্শ দেন। তিনি শেষে সাতজনকে আসামি করে থানায় মামলা করেন।

ওসি আলাউদ্দিন বলেন, ‘মেয়েটি বুধবার রাতে থানায় এসে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই আসামিকে ধরতে পারব।’

Share





Related News

Comments are Closed