আশুলিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ার নিশ্চিন্তপুরে মায়ের অনুপস্থিতিতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবা শাবলু মাতাব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা পেশায় একজন গার্মেন্টস কর্মী। ৫ বছর আগে শাবলু মাতাব্বরের সঙ্গে তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়। অভিযুক্ত শাবলু মাতব্বর কোন কাজ কর্ম না থাকায় বাসায় সন্তানদের দেখাশুনা করতেন। স্ত্রী চাকরিতে চলে গেলে সৎ মেয়েকে ধর্ষণ করতেন তিনি। পরে ওই কিশোরী সৎ বাবার এ নির্যাতনের কথা তার মাকে জানায়। এ ঘটনায় বুধবার রাতে ওই মা তার স্বামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, কিশোরীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে পরীক্ষার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানো হয়েছে।
Related News

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (২৩)Read More

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় কাউন্সিল সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর জাতীয় কাউন্সিল শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর জাতীয়Read More
Comments are Closed