বেসরকারি মেডিকেলে আবেদন ৩ ফেব্রুয়ারি, ভর্তি ৩ এপ্রিল

বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে, আর ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রণীত ‘মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫’ অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে বলা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি এ প্রক্রিয়া শুরু হবে। এ জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে (dgme.teletalk.com.bd) আবেদন করতে হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
অনলাইনে আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি (www.dgme.gov.bd) ও (www.dghs.gov.bd) ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আবেদন ফি ৩০০ (২০০+১০০) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা : অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে। আবেদন শেষ হবে ৯ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদনের ফি জমা দেওয়ার শেষ সময় ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে। এরপর ভর্তি শুরু ৩ এপ্রিল এবং ভর্তি কার্যক্রম শেষ হবে ১২ এপ্রিল।
বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারণে বিএমডিসি কর্তৃক প্রণীত ও অনুমোদিত ভর্তি নীতিমালা প্রযোজ্য হবে। তবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ কোটার ক্ষেত্রে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
Related News

ঢাবি ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)’র ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান ইউনিট’-এর প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তিRead More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষাRead More
Comments are Closed