শীতার্তদের পাশে শাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈশাখী নিউজ ডেস্ক: শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবি শাখা।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ৫০ জন হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন শাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবির সমন্বয়ক ফয়সাল হোসেন, আজাদ শিকদার ও নাগরিক কমিটি সিলেটের সদস্য এডভোকেট মাসুদ আহমেদ মহসিন।
এসময় নেতৃবৃন্দ বলেন, গত কয়েকদিন ধরে সিলেটে প্রচন্ড শীত পড়ছে। এই শীতে বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের শীত সহ্য করা খুব কঠিন হয়ে পড়ছে। তাই শীতার্ত মানুষের জন্য আমরা সামান্য উপহার নিয়ে দাঁড়িয়েছি। বিশেষ করে শাবির কীন স্কুলের শিক্ষার্থী ও শাবি কিলোরোডে রিকশাচালকদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
Related News

সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও মেরামত কাজের জন্য সোমবার (১৪ জুলাই) সিলেট মহানগরীর কয়েকটিRead More

যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত: জাহিদ হোসেন
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি আইনেরRead More
Comments are Closed