Main Menu

শান্তিগঞ্জে ধান ক্ষেত থেকে এক ব্যক্তি লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি ধান ক্ষেত থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের তেরবজান হাওরের ধান ক্ষেতের একটি ডোবা থেকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের তেরবজান হাওরে জমির মালিক নুর হোসেন (৫০) তার ধান ক্ষেত দেখতে গেলে জমির পাশে অজ্ঞাত পুরুষের লাশ দেখতে পান। তাৎক্ষণিক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed