মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে আদর্শ সদর উপজেলার গোমতী নদীরপাড় পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে মো. আহাদ (১৪), বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন (১৫) এবং আদর্শ সদর উপজেলার ভূবনঘর এলাকার মনির হোসেনের ছেলে ইমন হোসেন (১৬)।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রোববার দিবাগত রাতে আড়াইওড়া এলাকার কাউসার খলিলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে শেষে ওই তিন কিশোর মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত ১টার দিকে পালপাড়া এলাকায় এলে দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ওসি বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।
Related News

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩Read More

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাজাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর পৃথক অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ একজনকে আটকRead More
Comments are Closed