Main Menu

কানাইঘাটে বেকারি দোকানে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে একটি বেকারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মালামাল ও নগদ টাকাসহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিক।

সোমবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার গাছবাড়ী বাজারে একটি বেকারি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত ১টার দিকে হঠাৎ করেই দোকানের ভেতর থেকে ধোয়া উঠা শুরু হয়। মুহুর্তের মধ্যে আগুন দাউ দাউ করে উঠে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনে।

ক্ষতিগ্রস্ত বেকারি মালিক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, সোমবার রাতে কারখানা বন্ধ করে বাড়ি যাওয়ার কিছুক্ষণ পর খবর আসে দোকানে আগুন লেগেছে। তড়িঘড়ি করে এসে মসজিদে মাইকিং করে স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে ও পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে।

তিনি বলেন, দোকানে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিল। সবকিছুই আগুনে ভষ্মিভুত হয়ে গেছে। দোকান মালিকের ভবন পুড়ে আরও আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এছাড়া পাশের দোকানগুলোতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেগুলোর মালামাল দ্রুত সরানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

Share





Related News

Comments are Closed