Main Menu

সিলেট জেলা ওলামা দলের আহবায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী ওলামা দলের সিলেট জেলার আহবায়ক কমিটির ঘোষণা করা হয়েছে।

মাওলানা মো. নুরুল হককে আহবায়ক এবং এম এম কামাল উদ্দিনকে সদস্য সচিব করে ওলামা দলের ১০১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) ওলামা দলের কেন্দ্রীয় আহবায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে স্থান পেয়েছেন মাওলানা মো. রমিজ উদ্দিন।

যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন ১৩ জন। তারা হলেন- মাওলানা মাহমুদ রহমান, মাওলানা সিরাজুল হক হাফিজ কবির আহমদ, মাওলানা আজমল হোসেন, মাওলানা হারুনুর রশিদ হাজী, মাওলানা নূরুল আমিন, মাওলানা আহমদ জামিল, হাফিজ রকিব আহমদ, মাওলানা আ. রাজ্জাক, হাফিজ জোবায়ের আহমদ, হাফিজ আব্দুর রহিম ও হাফিজ মাহতাব আহমদ। আর বাকি সাবইকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed