জাফলংয়ে বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার, বনে অবমুক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে লোকালয় থেকে বিলুপ্ত প্রজাতির একটি বাজপাখি উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বন বিভাগের জাফলং বনবিট কর্মকর্তাদের কাছে পাখিটি হস্তান্তর করেন মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সহ-সভাপতি ইসমাইল আলী।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সকালে জাফলংয়ের মামার বাজার এলাকার ইসমাইলের বাড়ির কলাগাছ থেকে বাজ পাখিটি উদ্ধার করে স্থানীয়রা।
ইসমাইল আলী বলেন, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের কলা গাছে বাজ পাখিটি দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে জাফলং বনভিট কর্মকর্তাদের বিষয়টি অবগত করি।
বনবিট কর্মকর্তারা বেলা ১২টার দিকে আসলে তাদের কাছে পাখিটি হস্তান্তর করা হয়।
জাফলং বনবিট কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আমরা খবর পেয়ে বিলুপ্ত প্রজাতির বাজ পাখিটি উদ্ধার করে জাফলং বনবিট এলাকায় অবমুক্ত করি।
Related News

সিলেটে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায়Read More

সিলেটের ধোপাগুল ও জৈন্তাপুরে ৩৫টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জ্বালানী উপদেষ্টার নির্দেশনার একদিন পরই পৃথক অভিযানে অবৈধভাবে পরিচালিত ৩৫টি পাথরRead More
Comments are Closed